অধম নূর ইসলাম
“শিশুরা আনন্দ করতে খুব পছন্দ করে। সেই আনন্দকে আরও আনন্দময় করে তোলার জন্য রংধনু আর্ট একাডেমী গত ৫ জানুয়ারি শনিবার সকাল ১১টায় অনামিকা প্রাঙ্গণে হেপ্পি ক্লাস পার্টি ২০১৯ অনুষ্ঠানে, আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নাচ গান, ছড়া ও কবিতা আবৃত্তি করা হয়। নাচ গান, ছড়া ও কবিতা দিয়ে ছোট্ট শিশুরা সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। এবং পুরস্কার বিতরণের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পরিচালনা করেন রংধনু আর্ট একাডেমীর মহা পরিচালক ইকবাল হোসেন বাবু।।”