আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ‘ স্বপ্নদ্রষ্টা ‘ সংগঠন একটি দারুণ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। চারপাশের এই ধুলোবালির ও ময়লা আবর্জনার রাজ্য থেকে মুক্তি দিয়ে এক পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে স্বপ্নদ্রষ্টা আয়োজন করতে যাচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক বিশেষ প্রোজেক্ট – ‘ চলো গড়ি পরিচ্ছন্ন দেশ ‘
এই প্রজেক্ট এর প্রথম উদ্বোধন হবে মিরপুর জোনে। অর্থাৎ, ‘ চলো গড়ি পরিচ্ছন্ন দেশ ‘ এর প্রথম ক্যাম্পেইন ‘ ক্লিন মিরপুর ‘ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিরপুর – ১৪ নম্বর সংশ্লিষ্ট ভাষানটেক থানাধীন ধামালকোট এলাকায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে
নভেম্বরের প্রথম দশকেই এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বপ্নদ্রষ্টা এর প্রতিষ্ঠাতা সভাপতি, নাহিদ আহসান। এছাড়া সচেতনতামূলক এ ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকবে দেশের সর্বপ্রথম শিশুকিশোরভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল- চ্যানেল আগামী।
প্রজেক্টে থাকবে –
১- রাস্তা পরিষ্কার ( ময়লা আবর্জনা তুলে সঠিক জায়গায় ফেলা )
২- ময়লার ঝুড়ি বিতরণ ( দোকানে )
৩- সচেতনতা র্যালি ( পরিষ্কার পরিচ্ছন্নতা র্যালি )
[ খুব শীঘ্রহই ইভেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন, স্বপ্নদ্রষ্টা এর সঙ্গেই থাকুন ]
⭕যে কোনো প্রয়োজনে যোগাযোগঃ
ইমরান হাসান সজল [ 01821806688 ]
সাধারণ সম্পাদক,
স্বপ্নদ্রষ্টা।
⭕’ চলো গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ ‘ এর প্রথম ক্যাম্পেইন মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ঢাকার অন্য কোথাও এই ইভেন্টের অন্য কোনো ক্যাম্পেইন আয়োজন করতে চাইলে স্বপ্নদ্রষ্টা এর সঙ্গে যোগাযোগ করুন।
-ইমরান হাসান সজল [ 01821806688 ]
সাধারণ সম্পাদক,
স্বপ্নদ্রষ্টা।