মোঃজুলকার নাইন মাহফুজ
এশিয়া কাপের মূল পর্বের প্রথম ম্যাচে দুবাইয়ে বিকাল সাড়ে পাঁচটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ।
গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচে বাংলাদেশ একটি জয় ও একটি পরাজয়ের সঙ্গী হয়েছে । অপরদিকে ভারত তাদের দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে । এদিক বিচারে বাংলাদেশের চেয়ে ভারত বেশি আত্মবিশ্বাসী হয়েই আজ মাঠে নামবে । টানা দুই ম্যাচের ধকল বাংলাদেশ কিভাবে সামলায় তাই’ই দেখবার বিষয় । আবুধাবি থেকে গতরাতে খেলা শেষেই বাংলাদেশকে রওনা দিতে হয়েছে দুবাইয়ের উদ্দেশ্যে ।
আজ ভারতের বিপক্ষে পূর্ণ শক্তির বাংলাদেশকেই মাঠে নামতে দেখা যাবে । অপরদিকে ভারত বেশ ফুরফুরে মেজাজে রয়েছে । গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা । তবে হার্ডিক পান্ডীয়া’র ইঞ্জুরি তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে । পান্ডিয়ার মত একজন অলরাউন্ডারকে মিস করা নিঃসন্দেহেই দুঃখজনক ।
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ অন্যরকম মাত্রা পেয়েছে । আজও যে একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাবে দর্শকরা তা অনায়াসেই বলা যায় ।
টাইগারদের সম্ভাব্য একাদশঃ
মাশরাফি,সাকিব,মুশফিক,লিটন,শান্ত,মিঠুন,মুস্তাফিজ,মাহমুদুল্লাহ,রুবেল,মিরাজ,মোসাদ্দেক।