বদরুল ইসলাম (বরগুনা)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে বরগুনায় জলবায়ু অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে সুশাসন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরগুনা এলজিইডি মিলনায়তনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় জলবায়ু অর্থায়নে সুশাসন ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি জানায় বরগুনার টিআইবি-সনাক।
মঙ্গলবারের এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বরগুনা সনাক সদস্য মোঃ মনির হোসেন কামাল। এ বিষয়ে আলোচনা করেন বরগুনা সনাক সদস্য ও অন্বেষার নির্বাহী পরিচালক জনাব মোঃ শামসুদ্দীন খান, সনাক সদস্য ও জাগো নারীর নির্বাহী পরিচালক হোসেন আরা হাসি। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস. এম. কবির, বরগুনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, বরগুনা এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ও বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী সহ প্রমুখ।
অত্র মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরগুনার বিভিন্ন উপজেলার প্রকৌশলীগণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ। এছাড়া জলবায়ু অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে সুশাসন বি.ষয়ক ডিজিটাল প্রদর্শনী উপস্থাপনার দায়িত্ব পালন করেন টিআইবির প্রোগ্রামার জনাব মোঃ ফিরোজ উদ্দীন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা টিআইবি-সনাকের সুযোগ্য সভাপতি আলহাজ্ব মোঃ আঃ রব ফকির। তিনি বলেন, জলবায়ুর এই অর্থায়ন আমাদের দেশের জন্য কোনো বিদেশী অনুদান না। এটা আমাদের দেশের জন্য ন্যায্য পাওনা। কারণ, বিদেশিদের কারণেই আমাদের দেশের জলবায়ুর এই পরিবর্তন হয়েছে। তাই আমরা এর ন্যায্য হিসসা দাবি করছি।