মোঃ জুলকার নাইন মাহফুজ
অবশেষে ধরা দিল কাঙ্খিত সেই জয় ! ঠিক কতদিন পর এদেশের মানুষ বাংলাদেশ জাতীয় দলের জয় দেখতে পেল তার সংখ্যাটা হিসেব করে বের করতে হবে । দেশের সাধারণ মানুষ যখন ফুটবল নিয়ে আশাই ছেড়ে দিয়েছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মানুষকে এই জয় উপহার দিল জামাল ভূঁইয়া-মামুনুল’রা ।
সাফ গেমসে ভুটানকে ২-০ হারিয়ে শুভ সূচনা করলো জেমি ডে’র বাংলাদেশ । ম্যাচের শুরু থেকেই এটা ছিল বাংলাদেশের এক অগ্নি পরীক্ষা । তার কারণ এই ভুটানের কাছেই দু’বছর আগে হেরে এদেশের ফুটবল তলানিতে গিয়ে ঠেকেছিল । সেই ভুটানের বিপক্ষে এ জয়ের মাধ্যমে এক অর্থে প্রতিশোধ তুলে নিল বাংলাদেশ ।
ম্যাচের বয়স যখন মাত্র তিন মিনিট ঠিক তখনই ডি-বক্সে বাংলাদেশের প্লেয়ারকে ফাউল করে বসল ভুটান । রেফারির বাঁশি । পেনাল্টি পেল বাংলাদেশ । দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের নেওয়া পেনাল্টি শটে এগিয়ে গেল বাংলাদেশ । গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ভুটানিরা । মাঝমাঠ দখল করে নেয় তাদের প্লেয়াররা । ধীরে ধীরে চেপে ধরতে শুরু করে বাংলাদেশীদের । আক্রমণ ঠেকাতে ঠেকাতে ব্যস্ত স্বাগতিক দলের প্লেয়াররা প্রথম অর্ধে তেমন কোনো সুযোগ বের করতে পারেনি ।
তবে দ্বিতীয়ার্ধের প্রথমেই সুফিলের দুর্দান্ত ভলিতে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ । এরপর আক্রমণে পসরা সাজিয়ে বসে জামাল ভূঁইয়ারা । তবে বারবারই পরাস্ত হতে হয়েছে ভুটানের ডিফেন্সের সামনে । আক্রমণ-প্রতি আক্রমণের মাধ্যমেই এ অর্ধের খেলা শেষ হয় এবং বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচটি জিতে নেয় ।
বাংলাদেশের ফুটবল অঙ্গনে বইছে স্বস্তির নিঃশ্বাস । তবে এখনই সপ্ত আসমানে ওঠা যাবে না খেলোয়াড়দের । পরবর্তী ম্যাচ পাকিস্তানের সাথে জিতেই নিশ্চিত করতে হবে সেমি ফাইনাল ।