নাহিদ আহসান ||
চুয়াডাঙ্গার দামুঢ়হুদা উপজেলায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের সময় ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা, লজ্জাজনক এ ঘটনার শিকার দামুড়হুদার এক কাউন্সিলর। চাল বিতরণের সময় ওজনে কম দেয়ায় কাউন্সিলরকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুস্থদের মাঝে বৃহস্পতিবার ভিজিএফের চাল বিতরণের সময় ওজনে কম দেয়ায় ওয়ার্ডের কাউন্সিলর চান্দু মাস্টারকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
পরে চাল ওজনে কম দেয়ার কথা স্বীকার করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ক্ষমা চেয়ে লিখিত মুচলেকা দিয়েছে কাউন্সিলর এবং পরবর্তীতে তিনি ছাড়া পান। জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে দর্শনা পৌরসভার ৮ নং ওয়ার্ডে দুস্থদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ শুরু করেন কাউন্সিলর চান্দু মাস্টার ও তার দুই সহযোগী। প্রায় ২৭৯ জন ভিজিএফ কার্ডধারীকে ১০-১১ কেজি করে চাল দেয়া হয়।
ওজনে কম দেয়ার ব্যাপারটি বাতাসের আগে আগে ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এবং খুব শীঘ্রহই এলাকাবাসী দর্শনা পৌরচত্বর ঘেরাও করে এবং চাল কম দেয়ার বিষয়টি প্রমাণিত হলে সবাই মিলে কাউন্সিলরকে গণপিটুনিও দেয়। দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে তা নিয়ন্ত্রনে আনেন এবং দুই সদস্যের প্রতিনিধি দলের মাধ্যমে চাল ওজনে কম দেয়ার বিষয়টির প্রমাণ পান।
তথ্যসূত্র : মানবকন্ঠ