গত ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল হাসান নামের এক মাদ্রাসা ছাত্র। এ ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে ওই দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় একটি মামলা করেন।
এই মামলার প্রধান আসামি ফয়জুল হাসানসহ ছয় জনকে আসামি করে বৃহস্পতিবার(আগামীকাল) আদালতে অভিযোগপত্র জমা দিচ্ছে পুলিশ।
বুধবার (আজ) বিকালে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। ফয়জুল হাসান ছাড়াও অভিযোগপত্রের অন্য আসামিরা হলেন ফয়জুলের বন্ধু সোহাগ মিয়া, বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।
অভিযোগপত্রের বরাত দিয়ে পরিতোষ ঘোষ জানান, ফয়জুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানিয়েছে, ২০১৬ সালে বন্ধু সোহাগের মাধ্যমে পাওয়া জসিম উদ্দিন রহমানী, তামিম ইল আদরানী এবং অলিপুরী হুজুরের ওয়াজ শুনে জিহাদের ব্যাপারে প্রভাবিত হন।
“এছাড়া জসিম উদ্দিন রহমানীর লেখা ‘উন্মুক্ত তরবারী’ বই এবং তিতুমীর মিডিয়ার ভিডিও দেখে ফয়জুলের ধারণা হয় জাফর ইকবাল একজন ‘নাস্তিক’।”
এ ধারণা থেকে ফয়জুল একাই জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা এবং একাই তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে বলে জানান তিনি।
অতিরিক্ত কমিশনার আরো জানান, বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্রটি জমা দেওয়া হবে। ঘটনার বিভিন্ন স্থির চিত্র, বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এই ছয়জনকে চিহ্নিত করা হয়েছে।