নাশিত আখন্দ
‘জ্ঞানের ছোঁয়ায় জ্বালিয়ে দিব মুল্যবোধের আলো’ শ্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে চতুর্থবারের মতো আয়োজিত হলো জ্ঞান অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘জ্ঞান বুদ্ধির খেলা ২০১৮’। শিশু সংগঠক মুনতাসির মুবিন নাশিতের সঞ্চালনায় দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর মো. মতিয়ার রহমান, বিশিষ্ট শিশু সংগঠক ইকবাল জাভেদ এবং এন.এম সিরাজ আলী প্রমুখ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিশুরা প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মতো ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারলে তবেই তাদের বিবেক-বুদ্ধির বিকাশ সাধিত হবে।
জ্ঞান-বুদ্ধি ও খেলার মিশ্রনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতায় রাজশাহীর বিভিন্ন স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করে। দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তিন জন করে মোট ছয় জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চ্যানেল আগামী।