Thursday, January 15, 2026
25 C
Dhaka

স্মৃতির আয়নায় মোঃ লুৎফর রহমান

শাকিলুর রহমান

সময়টা ছিল ব্রিটিশ ভারতের শেষের দিকে রয়াল এয়ারফোর্সে ছোট একটা চাকুরীর সুবাদে একদিন এক বৈমানিক বলল, তোমার ধুতি পাঞ্জাবীটা পরে একটা ছবি তুলতে চাই, আর ছবিটা তুলবে তুমি বলে, তার ১২৭ বেবী ব্রাউনি ক্যামেরাটা তুলে দিল ১৬ বছরের এক উদ্দাম যুবকের হাতে, কোন ইংরেজ সাহেবকে সরাসরি না বলার দঃসাহস কোন বাঙ্গালীর ছিলনা অথচ দৃঢ় চেতা যুবকটি বিনয়ের সাথে বলল “আমি আমার ধুতি পাঞ্জাবী দিতে পারি কিন্তু ক্যামেরা চালাতে জানিনা। বৈমানিক তাকে ক্যামেরা চালানের কৌশল শিখিয়ে দিলেন। যুবকটি আত্মবিশ্বাসের সাথে চমৎকার ছবি তুলল। তখনকার এনালগ ক্যামেরায় সাদা কাালো ছবি তোলার জন্য ক্রিটিক্যাল শার্পনেস ও ভালো কম্পোজিশন ছিল অত্যন্ত জরুরী। কিন্তু প্রথম ক্যামেরা হাতে মোঃ লৎফর রহমান কে অপরিচিত কিবা আনকোরা ফটোগ্রাফার মনে হয়নি যার প্রমান তার কাজের মুন্সীযানায় তিনি দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি ফটোগ্রাফিক নিজের ধ্যান ও জ্ঞানের সর্বোচ্চ স্থানে ধারণ করে কিনেফেলেন ১২০ আগফা বক্স ক্যামেরা।
এসময় তিনি রাজশাহী শহরে অবস্থান করেন এবং একই সাথে স্টুডিও ফটোগ্রাফি ও প্রেস ফটো কাভারেজের কাজ করে প্রশংসিত হন। অসহায় গরীব ছাত্রদের কাছ থেকে তিনি ছবির বিনিময়ে কোন পয়সা নিতেন না। রাজশাহী শহরে কিবা উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় বড় কোন সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক সভা হলেই ডাক পড়তো লুৎফর রহমানের। ষাটের দশকের প্রথমার্ধেই তিনি রাজশাহীর বিশিষ্ঠ নাগরিকদের সান্নিধ্যে আসেন। তারা রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে প্রতিষ্ঠার কাজ শুরু করেন। উত্তর বঙ্গের এই সর্বোচ্চ বিদ্যাপিঠের প্রতিষ্ঠাকালিন দূর্লভ সব ছবির কারিগর ছিলেন এই প্রতিথযশা আলোকচিত্র শিল্পী। ১৯৫৪ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রাজশাহী সফরে এসে প্রথম বারের মত লুৎফর রহমানএর ক্যামেরায় ফ্রেমবন্দী হন।এভাবেই বাঙ্গালী জাতির ইতিহাসের একেকটি কালজয়ী মহুর্ত গুলো চিত্রিত করতে থাকেন এই গুনিী শিল্পী, বঙ্গালীর অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন,সংগ্রামে গর্জে উঠেছে তার ক্যামেরা ফ্লাশ।
ছয়দফা আন্দোলনের পর লুৎফর রহমানের ভাবনায় আসে জাতীয় পর্যায়ের সকল ঘটনাকে তিনি চিত্রিত করবেন। এ মানস থেকে তিনি রাজশাহী থেকে ঢাকায় চলে আসেন। বঙ্গবন্ধুর তোলা ছবিগুলো নিয়ে সরাসরি হাজির হন বাঙ্গালীর স্বাধীনতা, স্বকয়িতা রচনার লেখক জাতির পিতার সামনে। বঙ্গবন্ধু সেদিন খুব খুশি হয়েছিলেন আর বলেছিলেন চালিয়ে যেতে। এরপরে চালিয়ে গেলেন লুৎফর রহমান তার ক্যামেরা। ৬৯-এর গণঅভ’ত্থান,৭০ এর নির্বাচন,৭ই মার্চ ১৯৭১ এ ঐতিহাসিক ভাষন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান,৭২ বঙ্গবন্ধুর দেশে ফেরা, অনেক দুর্লভ ঐতিহাসিক ছবি তুলে নিজেও ইতিহাসের অংশে হয়ে গেছেন এই ক্যামেরাম্যান। ১৯৭২ সালে ৫ টাকা ১০টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি সংযোজনর জন্য যে চিত্র গ্রহন করা হয়েছিল তাতে লৎফর রহমান স্মরনীয় হয়ে থাকবেন। ৩২ নং ধানমন্ডির বাড়িতে তোলা বঙ্গবন্ধুর ছবিটি শোভা পাচ্ছে এই মুদ্রাগুলোতে। বঙ্গবন্ধুর সাথে সাথে অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের অনেক সংগঠকদেরও ছবি তুলেছেন এই গুনী শিল্পী। এই মুদ্রগুলি মিরপুরের ঢাকা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। ১৯৭২ সালের ২৩ আগস্ট বঙ্গবন্ধুর নির্দেশে ইউইলকিনশন কোম্পানির পক্ষ থেকে ইয়াসিকা ম্যাট ১২৪ জি ক্যামেরা তৎকালিন হোটেলে ইন্টার কন্টিনেন্টাল আলোকচিত্রির কাছে হস্তান্তর করেছিলেন। কোম্পানিটির কর্মকর্র্তাবৃন্দ সে সময় ৫ ও ১০ টাকার এক খন্ডের টাকাও তাকে উপহার দেয়া হয়। তার সৃষ্টি কমূগুলো এখনো উজ্জল হয়ে শোভা পাচ্ছে। ৩২ নং ধনিমন্ডিরস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘ।বাংলাদেশ সচিবালয়ের তথ্য মন্ত্রনালয়ের ব্যালকনিতে। তিনি রেডিও পাকিস্থান এর মুখপাত্র “এলহান ম্যাগাজিনে কাজ করতেন। দেশ স্বাধীনের পরে বাংলাদেশ বেতারের, বেতার বাংলায় তার তোলা অনেক ছবি ছাপা হয়েছে।
সঙ্গীত ও চলচ্চিত্রের অনেক খ্যাতিমান তারকাদের ছবি তুলেছেন এর মধ্যে হেমন্ত মখোপ্যাধ্যায়,রুনা লায়লা মেহেদী হাসান আব্দুল আলিম, ফেরদৌসী রহমান অন্যতম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অনেক ছবি তুলেছেন এই শিল্পী। শুধু ক্যামেরা হাতেই নয় কলম হাতেও সমান পারদর্শিতা দেখিয়েছেন। বঙ্গবন্ধু কে নিবেদন করে লিখেছেন কবিতা“চিরঞ্জীব”। ১৯৭২ সালে বঙ্গবন্ধু খুশি হয়ে তাকে ম্যাট-১২৪ জি ক্যামেরা উপহার দেন। তার লেখা প্রবন্ধ শতাব্দীর শ্রেষ্ট মহানায়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সচিত্র বাংলাদেশ সহ অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সদা হাস্বোৎজ্জল, বিনয়ী, সৎ, এই মানুষটি অজীবন দেশের জন্য কাজ করেছেন, নির্লোভ থেকে বঙ্গবন্ধুর নির্দেশনায় ছুটে বেরিয়েছেন দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে, মুক্তিযুদ্ধকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে তিনি পেশাগত দায়িত্ব পালন করেছেন, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। ২০০৬ সালে মৃত্যুবরণ করেছেন এই শিল্পী।
জীবদ্দশায় কখনো কোন অন্যায়,অসত্য ও সুবিধাবাদের সাথে আপোষ করেননি।ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক পুত্র ও তিন কণ্যার জনক ছিলেন। তার সকল সৃষ্টি কর্ম যেন বাংলাদেশের ইতিহাস ও মহাখালীতে তার প্রতিষ্ঠিত প্রতিচ্ছবি ফটো স্টুডিওটি যেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধারন করা আর্কাইভ। বঙ্গবন্ধু ইতিাহস তৈরী করেছেন আর তার নির্দেশে ইতিহাসের সচিত্র উপস্থাপনার কারিগর ছিলেন আলোক চিত্রশিল্পী মোঃ লৎফর রহমান। বর্তমান প্রজন্মের কাছে এই অসাধারন কাজগুলো নতুন মত্রা এনেছে এবং তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে অনেকে মনে করেন এবং রাষ্টীয় স্বৃকৃতীর জন্য তিনি তার উপযুক্ততা প্রমান করেছেন এখন আপেক্ষা স্বীকৃতির এই প্রত্যাশা পরিবারের সদস্যদের। ব্যক্তিগত জীবনে হাসিখুশী সদালাপী লুৎফর রহমান ১ পুত্র এবং তিন কন্যা সন্তানের জনক ছিলেন। তার পুত্র মোস্তাফিজুর রহমান মিন্টু দেশের বিশিষ্ট আলোকচিত্রী হিসেবে প্রতিষ্ঠিত। এক কন্যা অস্ট্রেলিয়াতে আছেন। বাকী দু’জনকে প্রতিষ্ঠিত ঘরে বিয়ে দিয়েছেন। প্রখ্যাত এই আলোকচিত্রী ২০০৬ সালে মারা যান।
spot_img

আরও পড়ুন

আজ শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা...

২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ করেছেন কার্ল বুশবি

মাত্র ৫০০ ডলার পকেটে নিয়ে ১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট...

নিরাপত্তা নাকি খনিজ সম্পদ, কেন গ্রিনল্যান্ড পেতে মরিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে...

১৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছালো

দেশীয় বাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ডভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে...

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কাঠের ফার্নিচারের স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীর ভিড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কাঠের ফার্নিচারের প্যাভিলিয়ন ও স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীর...

ইন্টারের জয়ের রাতে পয়েন্ট খোয়াল নাপোলি

ইতালিয়ান সিরি আ'য় তীব্র প্রতিযোগিতার মধ্যে আছে। সপ্তাহে এক...

সব দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন নাজমুল

ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব...

বাউফলে বিএনপি কার্যালয়ে মধ্যরাতে আগুন

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ছিটিয়ে...

দাবি না মানা পর্যন্ত সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

ক্রিকেটাররা। কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিথুন জানিয়েছেন, নাজমুল ইসলামের পদত্যাগ...

গণতন্ত্র রক্ষায় মৌলিক সংস্কার অপরিহার্য

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার...

চাঁদপুরে বাংলা বাজার আদর্শ একাডেমিতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার বখরপুরস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার...

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘ঢাকা হোটেল’কে জরিমানা

চাঁদপুর শহরের কোর্ট স্টেশন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের...

ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেল চালকের মৃত্যু

ভারতের কর্ণাটকে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় ঘুড়ির ধারালো সুতায় গুরুতর...
spot_img

আরও পড়ুন

আজ শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। দুপুর ১টায় মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা ৬টায় টেবিলের শীর্ষস্থ রাজশাহী...

২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ করেছেন কার্ল বুশবি

মাত্র ৫০০ ডলার পকেটে নিয়ে ১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন কার্ল বুশবি। সঙ্গে ছিল এক অদ্ভুত দৃঢ় অঙ্গীকার—পৃথিবী...

নিরাপত্তা নাকি খনিজ সম্পদ, কেন গ্রিনল্যান্ড পেতে মরিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে আবারও নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে বিশ্বের বৃহত্তম এই দ্বীপটি দখলে...

১৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছালো

দেশীয় বাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ডভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যের ঊর্ধ্বগতি এবং স্থানীয় চাহিদা বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪ জানুয়ারি) প্রতি...
spot_img