মোশারফ হোসাইন :
মা- অনেক আগে মারা গেছে, ছেলের অনেক ব্যস্ততা, সাবেক স্কুল শিক্ষক বাবাকে সময় দিতে পারছেনা, তিনি এখন বিরাট বড় অফিসার তার অনেক দায়িত্ব । স্ত্রী’র সুন্দরী মুখের বৃষ মাখানো কথা শুনে পরিকল্পনা করছেন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন । অবশেষে বাবা বৃদ্ধাশ্রমে ।
কিছুদিন পরে সেখান থেকে ছেলেটির কাছে ফোন এলো”তোমার বাবার অবস্থা খুব সিরিয়াস । বৃদ্ধাশ্রমে বাবা’কে দেখতে যাচ্ছে পরিবারের সবাই, হঠাৎ করে অফিসার বাবাকে প্রশ্ন করে বসলো পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশু তামিম ।
শিশু তামিম : আচ্ছা বাবা দাদুকে যেখানে রেখে আসছো সেই জায়গাটির নামকি.?
বাবা : বৃদ্ধাশ্রম ।
শিশু তামিম : আচ্ছা বাবা দাদুকে ঐ জায়গাতে কেন রেখে আসছো.?
বাবা : বৃদ্ধ হলে মানুষ ঐ খানেই থাকে ।
শিশু তামিম : তাহলে কি বাবা তুমি মা বৃদ্ধ হলে আমি ঐখনেই রেখে আসবো.? নিস্তব্ধ তামিমের বাবা ও মা ।
হওয়াটা স্বাভাবিক, প্রত্যেক বাবা- মা শুধু বাবা- মা নয়, শিশুর শিক্ষক, আপনি বাবা,মা, মনে রাখবেন আপনি যা করছেন আপনার সন্তান কিন্তু সেটাই শিখছে, আপনি আপনার সন্তানের রোল মডেল সে কিন্তু আপনাকেই অনুসরণ করছে । সে আপনার আচার আচরণ চলা ফেরা অনুসরণ করবে অন্ধভাবে, আপনি সন্তানের দিকে তাকিয়ে হলেও নিজের মনোভাব বদলান । যায় হোক আবার সেই গল্পে ফেরা যাক ।
দেখল বাবা মৃত্যুশয্যায় চোখে জল নিয়ে ছেলে বাবাকে জিজ্ঞাসা করল”বাবা তোমার জন্যে আমি কি করতে পারি ?”তুমি কি চাও বল.?বাবা একটু হেসে বলল”এই বৃদ্ধাশ্রমে আমার ঘরের ফ্যানটা খারাপ একটা নতুন ফ্যান লাগিয়ে দাও এখানে । ছেলে অবাক চোখে তাকিয়ে কান্না জড়িত কন্ঠে বলল”এতদিন তুমি এখানে ছিলে,এতদিন কিছু বলনি কেন, আর আজ যখন তোমার কাছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে তখন তুমি এরকম একটা অনুরোধ করছ.?
বাবা কান্নাজরিত কন্ঠে বলল” কারণ আমি তো এই গরমটা সহ্য করে নিয়েছি, কিন্তু যখন তোমার ছেলে তোমায় এখানে পাঠাবে ,তুমি এটা সহ্য করতে পারবে না ।
-এর নামি বাবা, নিজেকে কষ্টের মাঝে রেখেও যখন সন্তানের কথা ভাবে তখন কিছু বলার থাকেনা ।
নচিকেতার বাস্তবিক গান অনেকের মনেই কড়ানেরেছে :
-ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ।
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি ।
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম.!