জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকালে ধানমন্ডি ৩২ নন্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী চলে যাবার পরপরই ধানমন্ডি ৩২ নম্বর সড়কে ঢল নামে জনতার। একে একে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন। নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এদিকে, দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় এবারো নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো যথাযযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে।