–জুবায়ের ইবনে কামাল
নাম তার বলা লাগেনা। কণ্ঠই তার পরিচয়। তবুও স্বভাবমতোই বলেন ‘চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি’। বাংলা ধারাভাষ্যের মাঠ কাপানো কণ্ঠ তারই। দেশের বেশীরভাগ জয় মানুষ শুনেছে তারই কণ্ঠে।
বরাবরের মতই ধারাভাষ্যতে জনপ্রিয় চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। দেশ বিদেশ ঘুরে অভিজ্ঞতার ঝুলি বাড়িয়েছেন অনেক। এবার বাংলাদেশ ক্রীড়া ধারাভাষ্যকার সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। সঙ্গে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান।
ধারাভাষ্য ছাড়াও বিভিন্ন টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এই পদের মাধ্যমে তার আসল সম্মান দেয়া হয়েছে বলে মনে করছেন ক্রীড়াব্যক্তিত্বরা।