–যুবশ্রী ঘোষ
আজ আমি অনেক বদলে গেছি
সময়ের সাথে নিজেকে হারিয়ে ফেলেছি,
একদিন ছিলাম দুরন্ত, আজ আমি অস্থির
একদিন ছিলাম সাহসী, আজ আমি নিষ্পন্ন।
গতির আগে ছুটতাম এগ্রাম, ওগ্রাম
আজ শহরের চার দেওয়ালে বন্দি কৃতদাস
আমি মানতাম না বাঁধা,
আজ আমায় মানে না কোন বাঁধা।
আমি চাইতাম না কোন ঝামেলা,
আজ আমায় ঘেরা সব ঝামেলা।
অভিমান ছিল সঙ্গী,
আজ রাগ তার প্রতিদ্বন্দ্বী
ছিলাম অনেক আত্মবিশ্বাসী,
আজ বিশ্বাস আমার প্রতিযোগী।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই
ছিল আমার সহবাদ,
আজ ভুলে গিয়েছি আমার
সেই সব প্রতিবাদ।
চেষ্টায় ছিল আমার ধর্ম,
আজ অসম্ভবই হয়ে গেছে কর্ম।
চ্যালেঞ্জ ছিল আমার নীতি,
জানিনা কেন হল আজ সব ভীতি।
সময় ছিল আমার রুটিন,
জানিনা আজ কখন যাচ্ছে রাতদিন।
আমি ফিরে পেতে চাই
আমার ছোটবেলা,
ফিরে পেতে চাই,
আমার দুরন্তপনা।
যেখানে নিহিত আছে আমার আমি
যেখানে বাঁধাহীন জীবন দিবে আমায়
একটুকু হাসি
সেখানে যাব আমি
সেখানেই পাব অনেক খুশি।।