রজব মাস মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে সংঘটিত হয়েছিল ইসরা ও মেরাজের ঘটনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে জেরুজালেম হয়ে সপ্তম আসমানে গমন করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছান।
মহানবী (সা.) উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের নির্দেশ লাভ করেন। শুরুতে আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছিলেন, তবে মহানবী (সা.) উম্মতের সুবিধার জন্য দফায় দফায় সংখ্যা কমিয়ে পাঁচ ওয়াক্তে আনেন।
শবে মেরাজ থেকে চারটি শিক্ষা:
১. শোনা ও মানা: আল্লাহর আদেশ বিনা দ্বিধায় গ্রহণ।
২. উপদেশ গ্রহণের মানসিকতা: অন্যের কল্যাণকামী পরামর্শ গ্রহণ করা।
৩. উম্মতের প্রতি মমতা: নিজের সুবিধার পরিবর্তে উম্মতের জন্য ভাবা।
৪. আল্লাহর সামনে লজ্জাবোধ ও বিনয়: দায়িত্ব পালনে বিনয় ও নৈতিকতা বজায় রাখা।
এই শিক্ষাগুলো মুসলমানদের জীবনে নৈতিকতা, সহানুভূতি এবং দায়িত্বশীলতার পাঠ দেয়।
সিএ/এমআর


