জীবনে কখনও পরিস্থিতি প্রত্যাশার বিপরীতে চলে গেলে হতাশা ও ক্ষোভ জমে। ইসলাম এই অস্থিরতার মধ্যেও শান্তি খুঁজতে উপায় দেখিয়েছে।
ইসলাম বলে, এমন অবস্থায় আল্লাহর ভাগ্য ও পরিকল্পনার ওপর ভরসা রাখা মুসলিমের প্রধান দায়িত্ব। কোরআনের একটি আয়াতে বলা হয়েছে, ‘তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় হতে পারে; কিন্তু তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে, এবং যা তোমরা পছন্দ করছ তা অকল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন, তোমরা জানো না’ (সুরা বাকারা, আয়াত : ২১৬)।
এই আয়াত মানুষকে ‘যদি’ ও ‘কেন’ প্রশ্নের চিন্তা থেকে মুক্ত করে এবং আশা ও ভরসার বার্তা দেয়। আল্লাহর ওপর ভরসা রাখলে হৃদয়ে প্রশান্তি আসে এবং আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হন ও সাহায্য করেন।
ভালোমন্দ মেনে নেওয়া ও ধৈর্য ধারণ করা মানুষকে মানসিক শান্তি দেয়। বিপদ ও কঠিন পরিস্থিতিতেও আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখা মানে নিজের ভাগ্য গ্রহণ ও শক্তি খোঁজা।
সিএ/এমআর


