শুধু মুখে আল্লাহর ওপর বিশ্বাস থাকা যথেষ্ট নয়। ইসলামি চিন্তাবিদদের মতে, ঈমান ও আমল একেবারে আলাদা নয়, বরং অবিচ্ছেদ্য। কোরআন ও হাদিসে স্পষ্ট নির্দেশ আছে যে বিশ্বাস ও নেক আমল একসাথে চলতে হবে।
কোরআনের নির্দেশনা
কোরআনে বলা হয়েছে, প্রকৃত মুমিন তারা, যাদের অন্তর আল্লাহর নাম শুনলে কেঁপে ওঠে, যাদের ঈমান আরও দৃঢ় হয়, যারা নামাজ কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। অর্থাৎ ঈমান শুধু বিশ্বাস নয়, এটি কাজের মাধ্যমে প্রমাণিত হয়।
ঈমান ও আমলের সম্পর্ক
ঈমানকে তুলনা করা হয়েছে ফলবান গাছের সঙ্গে। শিকড় মাটির গভীরে, ডালপালা আকাশের দিকে, যা সব ঋতুতেই ফল দেয়। এর অর্থ, প্রকৃত বিশ্বাস মানুষের ভিতরে দৃঢ়ভাবে গেঁথে থাকে। তেমনি, আমল ছাড়া ঈমান অপূর্ণ, এবং ঈমান ছাড়া আমলও প্রাণহীন।
রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ
প্রকৃত ঈমানের প্রমাণ হলো নবীর পূর্ণ অনুসরণ। মানুষের আচরণ, জীবনযাত্রা ও সিদ্ধান্তে নবীর আদর্শ প্রতিফলিত না হলে ঈমানের দাবি প্রশ্নবিদ্ধ হয়। কোরআন স্পষ্ট করে দেয় যে, প্রকৃত মুমিন তারা, যারা আল্লাহ ও নবীর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে।
সিএ/এমআর


