আগামী ১২ তারিখের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি দেশসেবার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
পথসভায় বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, এবারের নির্বাচনে তরুণ, নারী ও প্রবীণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই অংশগ্রহণই প্রমাণ করে, আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।
তিনি আরও বলেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন বিএনপিকে দেশসেবার সুযোগ এনে দেবে। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বিএনপি প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে দিনাজপুর-৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মো. আব্দুল হাকিম মই প্রতীক নিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর আলম সিদ্দিকী হাতপাখা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল্লাহ ফুটবল প্রতীক এবং শাহ নেওয়াজ ফিরোজ শুভ ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিএ/এএ


