চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ মারা গেছে। বুধবার স্থানীয়দের সহায়তায় দীর্ঘ সময়ের উদ্ধার তৎপরতার পর শিশুটিকে গর্ত থেকে বের করা হয়।
উদ্ধারের পরপরই মিসবাহকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে খেলতে অসাবধানতাবশত শিশুটি গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে চলছে মাতম। স্থানীয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
সিএ/এএ


