চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আলাউদ্দিন সিকদারকে (দাঁড়িপাল্লা) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারি কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীনের এক নোটিশে তাকে এ নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে আলাউদ্দিন সিকদার তার প্রচারণার গাড়িতে ব্যানার ব্যবহার করেছেন এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি ২০টির বেশি বিলবোর্ড স্থাপন এবং প্রচারণার কাজে ১২টি মাইক ব্যবহার করেছেন, যা নির্বাচনী আচরণবিধির ৭(খ) ও ১৭(১) ধারা লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কমিটি নোটিশ জারি করে। নোটিশে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে আলাউদ্দিন সিকদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
সিএ/এএ


