রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের মাঝে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৪) নামের এক ব্যাংক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম আজাদ ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। রাজধানীর দক্ষিণখান এলাকার আশকোনায় ভাড়া বাসায় থাকতেন।
হাসপাতালে নিয়ে যাওয়া এক পথচারী মো. ইফতেখার হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় আবুল কাশেমকে প্রথমে স্থানীয় কেএনজেড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কাশেম ব্যাংকের জরুরি কাগজপত্র অন্য ব্যাংকে নিয়ে যাওয়া-আসার দায়িত্বে ছিলেন। মঙ্গলবার বিকেলে খিলক্ষেত অফিস থেকে গুলশান যাচ্ছিলেন। পথে বাড্ডায় লিংক রোডে রাস্তা পার হওয়ার সময় পাল্লা দিয়ে চলা দুই বাসের মাঝে চাপা পড়েন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সিএ/এএ


