ঢাকার মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর, এখন থেকে Rapid Pass ও MRT Pass কার্ড আর স্টেশনে লাইনে দাঁড়িয়ে রিচার্জ না করে স্মার্টফোনের মাধ্যমে সহজেই অনলাইনে রিচার্জ করা যাবে। নতুন এই সুবিধা চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), যার মাধ্যমে সময় বাঁচবে এবং যাত্রীদের ঝামেলা কমবে।
মেট্রোরেলের কার্ড রিচার্জ এখন অ্যাপেই জনপ্রিয় হয়ে উঠছে। ছবি: সংগৃহীত
মোবাইল অ্যাপের মাধ্যমে Rapid Pass ও MRT Pass রিচার্জ করার নতুন সেবা সম্প্রতি ডিটিসিএ অফিসিয়াল ভাবে উদ্বোধন করা হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসেই যেকোনো সময় তাদের কার্ডে টাকা যোগ করতে পারবেন, আর কাউন্টারে দাঁড়ানোর দরকার নেই। নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা রিচার্জ হিস্ট্রি দেখতেও পারবেন এবং বিভিন্ন পেমেন্ট অপশন ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
অনলাইনে রিচার্জ করার পদ্ধতি সাধারণত নিচের মতো:
প্রথমে মেট্রোরেলের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে ওপেন করতে হবে এবং একবার নিবন্ধন (Sign Up) বা লগ ইন করতে হবে। যারা ইতিমধ্যে Rapid Pass ওয়েবসাইটে নিবন্ধিত, তারা একই পরিচয় দিয়ে অ্যাপে লগ ইন করতে পারবেন। এর পরে অ্যাপের মেনু থেকে Rapid Pass বা MRT Pass বেছে নেওয়া যাবে এবং তারপর পছন্দের রিচার্জ পরিমাণ নির্ধারণ করতে পারবেন। পেমেন্টে ব্যবহার করা যাবে বিভিন্ন ডিজিটাল পেমেন্ট মাধ্যম—যেমন bKash, Nagad, Rocket, ব্যাংক কার্ড (Visa/MasterCard) বা অনলাইন ব্যাংকিং।
অনলাইন পেমেন্ট সফল হওয়ার পরেও রিচার্জ ব্যালেন্স সরাসরি কার্ডে দেখা যাবে না। পেমেন্ট পরবর্তী টাকা কার্যকর করার জন্য যাত্রীরা স্টেশনে স্থাপিত Add Value Machine (AVM)‑এ তাদের কার্ড স্পর্শ (Tap) করতে হবে। কার্ড স্পর্শ করার পরই ব্যালেন্স অ্যাক্টিভ হয়ে যাবে এবং একটি নিশ্চিতকরণ SMS পাঠানো হবে নিবন্ধিত মোবাইল নম্বরে।
এই নতুন সেবায় প্রতি রিচার্জে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত টাকা যোগ করা যাবে এবং আগের মতো স্টেশনে লাইনে দাঁড়ানোর ঝামেলা আর থাকবে না।
সিএ/এসএ


