কোরআন ও নবীজীর হাদিসে উল্লেখ আছে, ভয় প্রদর্শনের মাধ্যমে কল্যাণ সাধন করা সম্ভব। আল্লাহপাক নবী (সা.)-কে নির্দেশ দিয়েছেন, উম্মতের জন্য কল্যাণকামীভাবে ভয় প্রদর্শন করতে।
ভয় দুই ধরনের হয়—প্রথমটি শত্রু বা ক্ষতিকর বিষয় থেকে সুরক্ষা, দ্বিতীয়টি কল্যাণ ও হিতাকাঙ্ক্ষার জন্য। নবীজীর ভয় প্রদর্শন দ্বিতীয় ধরনের। শিক্ষকের শাস্তি, পীরের নির্দেশ বা পিতামাতার ধমক—সবই যদি কল্যাণে অভিপ্রেত হয়, তবে তা শিক্ষার্থীর বা সন্তানের জন্য উপকারী।
এক বুজুর্গের উদাহরণে দেখা যায়, গালিদাতাকে কিছু শাস্তি দেওয়ার নির্দেশের মাধ্যমে তার ক্ষতি আটকানো হয়েছিল। বাহ্যিকভাবে ধমক বা শাস্তি দেখানো হলেও মূল উদ্দেশ্য ছিল কল্যাণ ও মঙ্গল।
সিএ/এমআর


