প্রতিদিনের মতোই ইতিহাসের পাতায় কিছু দিন বিশেষ গুরুত্ব নিয়ে জায়গা করে নেয় নানা ঘটনার কারণে। ভালো-মন্দ, আবিষ্কার-উদ্ভাবন, যুদ্ধ-বিপর্যয় কিংবা সাংস্কৃতিক অগ্রগতির সাক্ষী হয়ে ওঠে সেসব দিন। তেমনই একটি দিন ২৭ জানুয়ারি। বিশ্ব ইতিহাসে এই তারিখে ঘটেছে বহু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম নিয়েছেন ও প্রয়াত হয়েছেন অনেক গুণী ব্যক্তি।
আজ মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া আলোচিত ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
ঘটনাবলি
১৮২২ সালে আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা করা হয়, যা ইউরোপের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৮৮০ সালে বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট লাভ করেন।
১৯২৬ সালে জন লগি বেয়ার্ড প্রথমবারের মতো জনসমক্ষে টেলিভিশনের প্রদর্শনী করেন, যা গণমাধ্যম ইতিহাসে যুগান্তকারী ঘটনা।
১৯৪৪ সালে সোভিয়েত রাশিয়ার সৈন্যরা দীর্ঘদিনের লেনিনগ্রাদ অবরোধ স্থায়ীভাবে ভেঙে ফেলতে সক্ষম হয়।
১৯৭৩ সালে প্যারিসে যুক্তরাষ্ট্র ও উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ভিয়েতনাম যুদ্ধ অবসানের পথে বড় পদক্ষেপ ছিল।
২০০২ সালে নাইজেরিয়ার লেগোস শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে প্রায় ১ হাজার ১০০ জন নিহত হন এবং প্রায় ২০ হাজার মানুষ গৃহহারা হন।
২০০৪ সালে বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়, যা বাংলা ভাষাভিত্তিক অনলাইন জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করে।
২০০৬ সালে ওয়েস্টার্ন ইউনিয়ন তাদের টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং সেবা বন্ধ করে দেয়।
জন্ম
১৭৫৬ সালে জন্মগ্রহণ করেন অস্ট্রীয় সুরকার ভোল্ফগাং আমাদেউস মোৎসার্ট।
১৭৮২ সালে জন্ম নেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমীর।
১৮৮৬ সালে জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ রাধাবিনোদ পাল, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন।
১৮৯১ সালে জন্ম নেন রুশ ঔপন্যাসিক ইলিয়া এরেন বুর্গ।
১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন শিশু-সাহিত্যিক কৃষ্ণদয়াল বসু।
১৯০৫ সালে জন্ম নেন প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিম।
১৯৩২ সালে জন্মগ্রহণ করেন ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ খ্যাত হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক লুইস ক্যারল।
১৯৩৪ সালে জন্ম নেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী এদিত ক্রসঁ।
১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন ভারতের বিজ্ঞাপন জগতের কিংবদন্তি রাম রে।
১৯৫৬ সালে জন্ম নেন ভারতীয় রাজনীতিবিদ অমর সিংহ।
১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা ব্রিজেট ফন্ডা।
১৯৬৯ সালে জন্ম নেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বিক্রম ভাট।
১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন ইংরেজ অভিনেত্রী রোজামান্ড পাইক।
মৃত্যু
১৫৫৬ সালে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন।
১৮১৪ সালে প্রয়াত হন জার্মান দার্শনিক ইয়োহান গটলিব ফিকটে।
১৮৬০ সালে মৃত্যুবরণ করেন হাঙ্গেরীয় গণিতবিদ ইয়ানোস বলিয়ই।
১৯০১ সালে প্রয়াত হন ইতালীয় সুরকার জুসেপ্পে ভের্দি।
১৯১৭ সালে মৃত্যুবরণ করেন নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী।
১৯৬৯ সালে প্রয়াত হন বাঙালি ধর্মসংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর।
১৯৭০ সালে মৃত্যুবরণ করেন খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকেটার প্রবীর কুমার সেন।
১৯৭৮ সালে প্রয়াত হন চিকিৎসক ও সাংবাদিক পশুপতি ভট্টাচার্য।
১৯৮৬ সালে মৃত্যুবরণ করেন মাইহার ঘরানার ধ্রুপদী সেতার বাদক পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
২০০৫ সালে প্রয়াত হন বাংলাদেশের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।
২০০৭ সালে মৃত্যুবরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক।
২০২৪ সালে প্রয়াত হন ভারতীয় বাঙালি অভিনেত্রী শ্রীলা মজুমদার।
সিএ/এসএ


