ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটি সৌন্দর্য, আদব ও পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলার জন্য। সৌন্দর্য বলতে ইসলাম শুধু বাহ্যিক নয়, অন্তরে থাকা নৈতিকতা ও পবিত্রতাকেও বোঝায়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ বাহ্যিক নয়, অন্তর ও আমলের দিকে দৃষ্টি রাখেন। তাই মানুষের অন্তর পবিত্র ও তাকওয়ায় ভরা থাকলে আল্লাহর কাছে সে প্রিয় হয়।
কোরআনে বলা হয়েছে, ‘তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে-ই অধিক মর্যাদাসম্পন্ন, যে অধিক তাকওয়াসম্পন্ন।’ অন্তরকে পবিত্র করতে হলে অহংকার ও রিয়া ত্যাগ করতে হবে। অন্তর প্রশস্ত হলে হেদায়েত ও কল্যাণ আসে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য দোয়া করলে ফেরেশতা তার জবাবে একই দান করেন। তাই অন্তরের প্রশস্ততা, তাকওয়া ও আন্তরিকতা সফলতার চাবি।
সিএ/এমআর


