দ্বৈত নাগরিকত্ব ইস্যুর কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের পূর্ববর্তী আদেশ বহাল রাখেন। প্রথমে ১৭ জানুয়ারি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের হাইকোর্টে আপিলের পর ২১ জানুয়ারি হাইকোর্ট এটি বাতিল করেন। এরপর আজ আপিল বিভাগও সেই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
আদালতে মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। বিএনপির পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান ১ জানুয়ারি মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেন।
রংপুর-১ আসনে মঞ্জুম আলীর ছাড়াও মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) আহসানুল আরেফিন, ইসলামিক ফ্রন্টের মো. আনাস ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান।
সিএ/এসএ


