সাবেক স্প্যানিশ বিশ্বচ্যাম্পিয়ন সার্জিও রামোস মেক্সিকোর ক্লাব মন্তেরির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ক্লাবহীন। তবে শিগগিরই তিনি স্পেনের সেভিয়ার ক্লাবের মালিক হয়ে যেতে পারেন, যেখানে তার ফুটবল জীবন শুরু হয়েছিল এবং উত্থান ঘটেছিল।
সেভিয়ার মালিক নিয়োগ আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে এই আন্দালুসিয়ান ক্লাবটি কিনতে এগিয়ে ছিল আমেরিকান কনসোর্টিয়াম, যার নেতৃত্বে ছিলেন আন্তোনিও লাপ্পি ও ফেদে কুইন্তেরো। তবে তারা শেষ পর্যন্ত দৌড় থেকে ছিটকে পড়ার পর সুযোগ পেয়েছেন রামোস।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, রামোস আনুষ্ঠানিকভাবে ক্লাবের শেয়ারহোল্ডারদের কাছে প্রস্তাব দিয়েছেন, যা টেবিলে থাকা অন্যান্য প্রস্তাবের চেয়ে সর্বোচ্চ। বর্তমানে ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা রয়েছে সাবেক সভাপতি হোসে মারিয়া দেল নিদো বেনাভেন্তের হাতে (৪৫%)। বাকি শেয়ার রয়েছে আলেস, কারিওন, গিহারো ও কাস্ত্রো পরিবার এবং এ-ক্যাবের (প্রাক্তন ৭৭৭ পার্টনার্স) হাতে, যার মূল্য নির্ধারিত ছিল প্রায় ৫০০ মিলিয়ন ইউরো। রামোসের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম নীতিগতভাবে ৪৫০ মিলিয়ন ইউরোতে চুক্তিতে পৌঁছেছে।
রামোস আশা করছেন, শীঘ্রই ক্লাবের শেয়ারহোল্ডাররা তার প্রস্তাব অনুমোদন করবেন। তার উদ্যোগে আর্জেন্টাইন ব্যবসায়ী মার্তিন ইনককে অংশীদার হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক ফুটবল হোল্ডিং কোম্পানি ফাইভ ইলেভেন ক্যাপিটালের সিইও। এছাড়া ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ও এক্সত্রেমাদুরার কোচ আন্তোনিও কর্দোনও পেশাগতভাবে এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।
যদি রামোস নিশ্চিতভাবে সেভিয়ার নতুন মালিক হন, তাহলে বর্তমান সভাপতি হোসে মারিয়া দেল নিদো কারাস্কো পদত্যাগ করবেন এবং একজন নতুন সভাপতি নিয়োগ দেওয়া হবে।
সিএ/এসএ


