নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশি খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছে।
ব্যাট হাতে নৈপুণ্য দেখিয়ে শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, সোবানা মোস্তারি ও স্বর্ণা আক্তার র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ছন্দ হারিয়ে কিছুটা পিছিয়েছেন।
বাছাইপর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারানোর সময় সুপ্তা ৫২ রানের ইনিংস খেলেছেন। ৪৫ বলে এই ইনিংসে তিনি ৫ চার ও এক ছক্কা হাঁকিয়েছিলেন। এই পারফরম্যান্সের ফলে ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে অবস্থান করছেন তিনি।
নামিবিয়ার বিপক্ষে ২৫ রান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করে ৩৩ ধাপ এগিয়েছেন দিলারা। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি যৌথভাবে ৭০ নম্বরে অবস্থান করছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রান করে তিনটি ছক্কা ও এক চারে নৈপুণ্য দেখিয়েছেন সোবানা মোস্তারি। তিনি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২ নম্বরে অবস্থান করছেন। ছন্দে থাকা স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন।
অন্যদিকে চার ধাপ পিছিয়ে র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে নেমেছেন অধিনায়ক জ্যোতি। বোলারদের মধ্যে রাবেয়া খান এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে অবস্থান করছেন। ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে ফাহিমা খাতুন, আর ৬ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠেছেন সানজিদা আক্তার মেঘলা। তবে নাহিদা আক্তার ছয় ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমেছেন।
সিএ/এসএ


