সরকার ৭৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৫২ কোটি ৭৯ লাখ টাকা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই দুইটি প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সরকার ৪০ হাজার টন ইউরিয়া এবং ৩৫ হাজার টন এমওপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মোট ব্যয় হবে ৩৫২ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ৮৮৫ টাকা।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৪র্থ লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২০১ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪১০ মার্কিন ডলার।
অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫১ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৮৮৫ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫২.৯৩ মার্কিন ডলার।
সভায় সার ছাড়াও সয়াবিন তেল ও মসুর ডাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
সিএ/এসএ


