সরকার দেশের খাদ্য নিরাপত্তা এবং সরকারি রেশন কার্যক্রমে ব্যবহার করার জন্য ১ কোটি লিটার সয়াবিন তেল কেনার পরিকল্পনা গ্রহণ করেছে। এ ক্রয় কার্যক্রমের জন্য সরকারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।
সরকারি সূত্রে জানা গেছে, সয়াবিন তেল দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি গোডাউনে পৌঁছে দেওয়া হবে এবং দরিদ্র ও মধ্যবিত্ত ভোক্তাদের জন্য রেশন কার্যক্রমে সরবরাহ করা হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য বাজারে তেলের মূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যপণ্যের অভাব প্রতিরোধ করা।
সিএ/এসএ


