বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ১০৮ জন শিক্ষার্থী এ বছর সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় কলেজের উচ্চ মাধ্যমিক ভবন মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য উদযাপনের জন্য বিশেষভাবে আয়োজিত হয়।
‘অদম্য সাধনাই আনে কাঙ্ক্ষিত সফলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যের পিছনে কলেজের বিশেষায়িত শিক্ষা কার্যক্রম এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানকে মূল কারণ হিসেবে উল্লেখ করেন। অধ্যক্ষ বলেন, ‘উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা ভবন এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা সঠিকভাবে গড়ে উঠেছে। নিয়মিত ক্লাসের পাশাপাশি ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হয়েছে। শিক্ষকদের প্রচেষ্টা এবং অভিভাবকদের যত্ন মিলিতভাবে এই ফলাফল আনতে সহায়ক হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক মো. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক টিপু সুলতান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলাম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অলোক কুমার পোদ্দার।
এছাড়া উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. গোলাম মোস্তফা, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শাহজাহান আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুর মহল, উচ্চ মাধ্যমিক শাখার সহকারী ইনচার্জ জহুরুল ইসলাম ও মুক্তাদির রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফি মাহমুদসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা।
উচ্চ মাধ্যমিক শাখার সহকারী ইনচার্জ ফিরোজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ১০৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল শেষে কলেজ সাংস্কৃতিক পরিষদের একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সমাপ্তি ঘটায়।
সিএ/এএ


