সরকারি চাকরিদের নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার করবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, পে-স্কেল প্রবর্তনের বিষয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারবে আগামী নির্বাচনের পর নতুন সরকার।
উপদেষ্টা জানান, “বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়কালকে কেন্দ্র করে পে-স্কেল বাস্তবায়ন করবে না। এটি দীর্ঘমেয়াদি আর্থিক ও নীতিগত প্রভাব বিবেচনা করে নেওয়া গুরুত্বপূর্ণ। নতুন সরকারই বিষয়টি বাস্তবায়নের জন্য যথাযথ পরিবেশ তৈরি করতে পারবে।”
তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল উন্নয়ন বা পরিবর্তনের পরিকল্পনা থাকলেও তা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ের জন্য প্রযোজ্য নয়। বর্তমান সরকারের নীতি মূলত অর্থনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচনী নিরপেক্ষতা বজায় রাখা।
সিএ/এসএ


