ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনায় জড়িত তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার ষোলঘর গ্রামের মোঃ ফারুক হোসেন (৩৮) এবং বরিশালের বাবুগঞ্জ থানার ভাঙ্গার মোড় জাহাপুর গ্রামের মোঃ শাহিন মাতুব্বর (২৭)।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা গরুবাহী পিকআপ ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা মহানগরীর জুরাইন এলাকা থেকে ডাকাতি করা গরুর ক্রেতা মোঃ মোবারক হোসেন (৩২)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে দুটি মাহিন্দ্র ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কালো ষাঁড় গরু, ডিপ ফ্রিজে রাখা প্রায় ২৫ কেজি জবাই করা গরুর মাংস এবং নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে ডাকাতি করা গরুগুলোর মধ্যে দুটি ইতিমধ্যেই জবাই করে বিক্রি করা হয়েছে।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু জানান, ‘২০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পাবনা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি পিকআপে গরু নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনের রাস্তা অতিক্রম করার সময় ডাকাতরা গাড়ি ও গরু লুট করে।’ পরে ২৫ জানুয়ারি ভাঙ্গা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’ পুলিশ তাদের অপরাধ স্বীকারের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিএ/এএ


