ফিলিস্তিনের গাজা উপত্যকায় আর কোনো ইসরাইলি বন্দি নেই বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের যাচাই অনুযায়ী গাজায় জীবিত বা মৃত অবস্থায় কোনো ইসরাইলি বন্দি থাকার প্রমাণ পাওয়া যায়নি।
সামরিক বাহিনীর এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা বন্দি সংক্রান্ত অনিশ্চয়তা নতুন মোড় নিয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, হামাসের হাতে আটক থাকা সব ইসরাইলি বন্দির বিষয়ে তথ্য সংগ্রহ ও উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। এ প্রক্রিয়ায় সেনা অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজায় সামরিক অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও নতুন করে কোনো বন্দির সন্ধান মেলেনি। একই সঙ্গে তারা উল্লেখ করে, অতীতে আটক থাকা বন্দিদের একটি অংশকে মুক্ত করা হয়েছে এবং বাকিদের বিষয়ে যে তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
তবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজায় মানবিক সংকট ও চলমান সংঘাতের মধ্যে বন্দি ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
বিশ্লেষকদের মতে, ইসরাইলি সামরিক বাহিনীর এই ঘোষণা ভবিষ্যৎ রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বন্দি বিনিময় বা যুদ্ধবিরতি সংক্রান্ত যেকোনো উদ্যোগে নতুন বাস্তবতা যুক্ত হলো বলে মনে করছেন তারা।
সিএ/এসএ
ছবি: সংগৃহীত
অতিরিক্ত শিরোনাম:
১. গাজা নিয়ে নতুন দাবি ইসরাইলি সেনাবাহিনীর
২. বন্দি ইস্যুতে অনিশ্চয়তার অবসান? বলছে ইসরাইল
৩. গাজায় বন্দি নেই—সামরিক বাহিনীর ঘোষণায় নতুন মোড়
সম্পর্কিত ট্যাগ:
গাজা, ইসরাইল, বন্দি ইস্যু, মধ্যপ্রাচ্য সংঘাত


