বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে যাচ্ছি, যে বাংলাদেশে প্রত্যেক সক্ষম পুরুষ এবং নারীর হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব, ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক-যুবতীদের হাতে। তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে।’
সোমবার (জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় তিনি বলেন, দেশে বেকারত্ব দূর করাই জামায়াতে ইসলামীর অন্যতম অগ্রাধিকার। প্রত্যেক মানুষের কর্মের মাধ্যমে বেকারত্ব নিরসন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির বলেন, ‘আমরা দেশে বেকার রাখতে চাই না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। শিক্ষাব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধাসম্পন্ন জাতি গড়তে চাই। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক।’ তিনি বলেন, সেই আলোকেই দেশ গড়তে চান তারা, যাতে সবাই গর্বের সঙ্গে বলতে পারেন—আমি বাংলাদেশি।
ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করব। বিচার সবার জন্য সমান হবে। প্রেসিডেন্টের জন্য যা হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে। রাস্তার একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের জন্যেও সেই একই বিচার হবে, ইনশাআল্লাহ।’
জনসভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুর। এতে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, কুষ্টিয়া-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হুসাইন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক, জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সিএ/এএ


