লালমনিরহাটে সীমান্ত সুরক্ষা ও মাদক বিরোধী তৎপরতায় বড় সাফল্য পেয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক যৌথ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি’র ঝাউরানী বিওপি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন। চোরাচালান ও মাদক নির্মূলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদক উদ্ধার করে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ই-স্কাপ সিরাপ, ফেন্সিডিল, ফেয়ারডিল, ভারতীয় গাঁজা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি বদ্ধপরিকর। এই সফল অভিযানটি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক বিরোধী লড়াইয়ে বিজিবি’র দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।
এলাকায় মাদকের বিস্তার রোধে এবং অপরাধীদের শনাক্ত করতে বিজিবি’র এই ধরনের গোয়েন্দা ভিত্তিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
সিএ/জেএইচ


