বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাস্তে মার্কার প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা প্রত্যেক মানুষের মর্যাদা নিশ্চিত করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার আইনগত অধিকার নিশ্চিত করব। আমাদের কাস্তে মার্কার প্রার্থীরা এই অঙ্গীকার নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন।’
রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ফকিরাপুলে ঢাকা-৮ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত সিপিবির কাস্তে মার্কার প্রার্থী ত্রিদ্বীপ সাহার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
প্রিন্স সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার জনগণের কথা শুনছে না। তিনি উল্লেখ করেন, এই নির্বাচনের সময়ও চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভয়ের রাজত্ব, মব সন্ত্রাস দূর করতে সরকারের কোনো পদক্ষেপ নেই। এছাড়া নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তির প্রভাব ও সাম্প্রদায়িক শক্তির ধর্ম ব্যবহার বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
সিপিবি নেতা প্রিন্স আরও বলেন, অপ্রয়োজনীয় গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারের মাধ্যমে সরকার জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। জুলাই সনদে বর্ণিত ৪৮ বিষয়, ভূমিকা পটভূমি ও বাস্তবায়নের অঙ্গীকারনামার তথ্য দেশের সাধারণ মানুষ জানে না। তিনি এই অধ্যাদেশের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।
এ সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, রাজনৈতিক ডামাডোলে জনস্বার্থ বাদ পড়ে গেছে। বামপন্থীরা জনগণের স্বার্থে ব্যবস্থা বদলের জন্য মাঠে রয়েছে এবং নির্বাচনে তাদের প্রার্থীদের বিজয় দেশের জন্য গুরুত্বপূর্ণ।
সিপিবির প্রার্থী ত্রিদ্বীপ সাহা বলেন, তারা এমপির নামে জমিদারিত্বের জন্য নয়, বরং জনস্বার্থে আইন প্রণয়ন, অর্থনীতি সচল রাখা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নির্বাচনে অংশ নিচ্ছেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য হযরত আলী এবং যুবনেতা রফিজুল ইসলাম প্রমুখ।
সিএ/এএ


