বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস জানান, হামলার চেষ্টার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে পুলিশ এক যুবককে আটক করে। আটক যুবকের নাম ইব্রাহিম খলিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক যুবক জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে হঠাৎ বিশৃঙ্খল আচরণ শুরু করেন এবং জেলা প্রশাসকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তাকে নিয়ন্ত্রণে নেন।
একটি সূত্র জানিয়েছে, আটক যুবক মাদকাসক্ত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি যাচাই করা হচ্ছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলীম বলেন, ‘অভিযুক্ত যুবক বরগুনা সদরের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা। হামলার কারণ এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ঘটনার পর জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
সিএ/এএ


