এক সময় ছোটপর্দায় দর্শকদের প্রিয় কেমিস্ট্রির জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার বড় পর্দায় নতুন চমক দিতে যাচ্ছেন।
দীর্ঘদিন পর নিশো-মেহজাবীনকে এক করছেন নির্মাতা ভিকি জাহেদ। এই জুটিকে নিয়ে তৈরি হচ্ছে একটি সিনেমা, যা ইতিমধ্যেই আলোচনায় এসেছে।
রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা ‘পুলসিরাত’-এ প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন নিশো ও মেহজাবীন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ইতিমধ্যেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’-সহ বিভিন্ন নাটক ও ওয়েব সিনেমা নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এই কাজগুলো দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। তাই বড় পর্দায় তাদের নতুন যাত্রা নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ ইতিমধ্যেই তুঙ্গে।
সিএ/এসএ


