টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার শুক্রবার (২৩ জানুয়ারি) দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেন। স্বরস্বতী পূজার রাতে এই বিয়েতে মধুমিতা কাগজ-কলমে সাত পাকে বাঁধা পড়েন। দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং শোবিজপাড়ার নন।
বিয়ের দিন মধুমিতা বাঙালি সাজে অপরূপা ছিলেন। লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া পুরো গায়ে, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ – সব মিলিয়ে কনের সাজে তিনি মনোমুগ্ধকর দেখাচ্ছিলেন। নায়িকা বিয়ের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’
মধুমিতার বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ অন্যান্য শুভানুধ্যায়ীরা। তারা কনের সাজে মধুমিতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আনন্দ ভাগাভাগি করেছেন।
প্রেমিক জুটি মধুমিতা ও দেবমাল্য পাঁচ বছরের বেশি সময় ধরে সম্পর্ক রেখেছিলেন। গত বছরের মার্চে অভিনেত্রী জানান, ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, মধুমিতা এর আগে মেগা সিরিয়াল ‘সবিনয় নিবেদন’ চলাকালীন সময়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছিলেন। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে ঘর বাঁধেন, তবে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে নিজেকে ‘সিঙ্গল’ বলেই পরিচয় দেন তিনি।
ছোট পর্দা থেকে তার বিনোদন জগতে অভিষেক হয় ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে। ২০১৮ সালের ‘কুসুমদোলা’ ধারাবাহিকের পরে দীর্ঘ সময় বাংলা টেলিভিশন থেকে বিরতি নেন। পরে নানা ছবি ও সিরিজে দর্শকের সঙ্গে দেখা মিলেছে তার।
সিএ/এসএ


