Saturday, January 24, 2026
26 C
Dhaka

আইসিজেতে রোহিঙ্গাদের ‘বেঙ্গলি’ বলায় বাংলাদেশের তীব্র আপত্তি

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) সম্প্রতি গাম্বিয়া বনাম মায়ানমার মামলায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বেঙ্গলি’ হিসেবে অভিহিত করেছে মায়ানমার। গতকাল শুক্রবার ঢাকায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি উল্লেখ করে মায়ানমারের এই অপচেষ্টার প্রতি জোরালো আপত্তি জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গাদের রাষ্ট্র ও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আন্তরিক অঙ্গীকার প্রদর্শন এবং রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমান অধিকারের ভিত্তিতে প্রত্যাবর্তন ও পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে মায়ানমার এবং রাখাইনে কর্তৃত্বকারী সব পক্ষকে বাংলাদেশ আহ্বান জানায়।

মায়ানমার অতীতেও বিভিন্ন সময় রোহিঙ্গাদের তৎকালীন ‘বেঙ্গল’ (বর্তমান বাংলাদেশ) থেকে আগত হিসেবে ‘বেঙ্গলি’ হিসেবে অভিহিত করার চেষ্টা করেছে। বাংলাদেশ ইতোমধ্যেই এ ধরনের দাবির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইসিজেতে মায়ানমারের উপস্থাপিত বক্তব্যের মাধ্যমে অবৈধ অভিবাসনের কৃত্রিম বয়ান তৈরি ও অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিকে জোরদার করার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে ২০১৬-১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা ও জেনোসাইড সম্পর্কিত অপরাধ থেকে দৃষ্টি সরানো এবং তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’কে (নির্মূল অভিযান) সন্ত্রাসবিরোধী কার্যক্রম হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। তারা শতাব্দীর পর শতাব্দী ধরে আরাকানে বসবাস করে আসছে। ১৭৮৫ সালে আরাকান বর্মন রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার বহু আগে থেকেই তারা এখানে উপস্থিত ছিলেন। প্রাচীন আরাকান রাজধানী মিয়ো-হাউং বা ম্রো-হাউং বা রোহাং এলাকায় তাদের উপস্থিতির কারণে চট্টগ্রাম ও বৃহত্তর বঙ্গ অঞ্চলে তারা ‘রোশাং’ বা ‘রোহাং’-এর মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পরে ক্রমবর্ধমান প্রান্তিকীকরণের প্রেক্ষাপটে এই জনগোষ্ঠী নিজেদের পরিচয়ের জন্য ‘রোহিঙ্গা’ নাম গ্রহণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক সীমান্ত নির্ধারণের অনেক আগেই এই অঞ্চলে রোহিঙ্গাদের উপস্থিতি ছিল, যা ঐতিহাসিক দলিল, ঔপনিবেশিক জনশুমারি ও স্বাধীন গবেষণায় সুপ্রমাণিত। বার্মার স্বাধীনতার বহু আগেই আরাকানে সুপ্রতিষ্ঠিত জনগোষ্ঠীকে বিদেশি বা অভিবাসী হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা ইতিহাসের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত।

১৯৮২ সালের নাগরিকত্ব আইন প্রণয়নের আগ পর্যন্ত রোহিঙ্গারা মায়ানমারের রাজনীতি, সমাজ ও প্রশাসনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। ওই আইনের মাধ্যমে মায়ানমার সরকার তাদের রাষ্ট্র ও সমাজ থেকে পরিকল্পিতভাবে বাদ দেয়। যদিও অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রান্তিকীকরণ হয়েছিল, রোহিঙ্গারা দীর্ঘদিন ভোটাধিকার ভোগ করেছেন। তবে ২০১৫ সালের সাধারণ নির্বাচনে তাদের সম্পূর্ণভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গাদের রয়েছে স্বতন্ত্র জাতিগত পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক রীতিনীতি, প্রথা ও ভাষা। বাংলার বিশেষত চট্টগ্রামের উপভাষার সঙ্গে কিছু সাদৃশ্য থাকলেও তা স্পষ্টভাবে ভিন্ন। রোহিঙ্গাদের ‘বেঙ্গলি’ হিসেবে অভিহিত করার পদ্ধতিগত প্রচেষ্টা তাদের আত্মপরিচয় নির্ধারণের অধিকারকে অস্বীকার করে। এই নামকরণ বিতর্ককে ব্যবহার করে তাদের বর্জন, নিপীড়ন এবং ২০১৬-১৭ সালের জাতিগত নির্মূল ও জেনোসাইডকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোহিঙ্গাদের ‘বেঙ্গলি’ হিসেবে শ্রেণিবদ্ধকরণ মায়ানমার রাষ্ট্রের সুপরিকল্পিত কৌশল। এর মাধ্যমে তাদের নাগরিকত্ব ও মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যদিও ১৯৭৮ সালের বাংলাদেশ-মায়ানমার দ্বিপক্ষীয় চুক্তিতে তাদের ‘বার্মার আইনসম্মত বাসিন্দা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। পরবর্তী দ্বিপক্ষীয় সমঝোতায় রোহিঙ্গাদের মায়ানমার সমাজে সমান সদস্য হিসেবে পুনরেকত্রীকরণের নিশ্চয়তা দেওয়া হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিভ্রান্তিকর এই বয়ান রোহিঙ্গা সংকটের মূল কারণ থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাচ্ছে এবং ন্যায়বিচার, জবাবদিহি ও টেকসই সমাধান নিশ্চিত করার প্রচেষ্টা ক্ষুণ্ন করছে। রোহিঙ্গাদের আত্মপরিচয়ের অধিকার অস্বীকার করা তাদের সম্প্রদায় ধ্বংসের কেন্দ্রীয় কৌশল। এর ফলে তাদের রাখাইন থেকে উত্খাত করা হয়েছে এবং রাষ্ট্রহীন করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত আট বছরেরও বেশি সময় ধরে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে মায়ানমারের ব্যর্থতা ২০১৭-১৮ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা ও অজুহাত প্রদর্শনের মাধ্যমে প্রত্যাবাসনপ্রক্রিয়া বিলম্বিত করা হয়েছে, যা রোহিঙ্গা জনগোষ্ঠী ধ্বংসের অভিপ্রায়ের প্রমাণ হিসেবেও বিবেচিত হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, ২০২৩ সালের ৬ জুলাই মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর একটি কূটনৈতিক ব্রিফিংয়ে উত্থাপিত দাবির প্রতিবাদও বাংলাদেশ জানিয়েছিল। সেই ব্রিফিংয়ে মায়ানমারের পক্ষ থেকে বলা হয়েছিল, ১৯৭১ সালে রাখাইনে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি নাগরিক আশ্রয় নিয়েছিল। বাংলাদেশ জানিয়েছে, ১৯৭১ সালে রাখাইনের মোট জনসংখ্যা ছিল ১৭ লাখেরও কম। এ ধরনের দাবির জন্য কোনো জনমিতিক প্রমাণ পাওয়া যায়নি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

শীতের তীব্রতা থেকে রক্ষায় কম্বল পেল দুঃস্থরা

‘পাহাড়ে শীত জোঁকের মতো কামুড় দিয়া ধরে, কম্বলডা পাইয়া...

সীমিত সুবিধায় শিক্ষাজীবনে সাফল্য, রিমনের সংগ্রামের গল্প

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও জিয়ার পাড়া...

নখের ওপর নজর দিন, আগাম রোগ শনাক্ত হতে পারে

নখ আমাদের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। নখে কিছু...

গাইবান্ধায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নেতাকর্মীরা...

সোনার খনি ধসে নিখোঁজ বহু শ্রমিক

সুদানের দক্ষিণ কর্ডোফান রাজ্যে একটি সোনার খনি ধসে অন্তত...

আর্কটিকে চীন-রাশিয়ার প্রভাব ঠেকাতে ট্রাম্পের কৌশল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ড দ্বীপকে ঘিরে...

সীমান্ত শহরে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর সতর্কতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের সীমান্ত...

সুন্দরবনে দস্যুতা বাড়ছে, আতঙ্কে জেলেরা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে...

ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দেবে না স্পেন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজার বোর্ড অব পিস বা...

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত...

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল ইরানের ওপর সামরিক হামলার সুযোগ খুঁজছে বলে মন্তব্য...

ট্রাম্পের দখল হুমকির মধ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ড সফর

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে দ্বীপটি...

আফগান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে যুক্তরাজ্যে নিন্দার ঝড়

আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট...

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে জান্তার বিমান হামলায় নিহত ২৭

মিয়ানমারে একটি বিয়ের আয়োজন ও একটি দোয়া মাহফিলকে লক্ষ্য...
spot_img

আরও পড়ুন

শীতের তীব্রতা থেকে রক্ষায় কম্বল পেল দুঃস্থরা

‘পাহাড়ে শীত জোঁকের মতো কামুড় দিয়া ধরে, কম্বলডা পাইয়া বিরাট ভালা অইলো,’ নতুন কম্বল হাতে পেয়ে স্বস্তির কথা এভাবেই জানালেন ষাটোর্ধ্ব সীতা দিও। তিনি...

সীমিত সুবিধায় শিক্ষাজীবনে সাফল্য, রিমনের সংগ্রামের গল্প

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও জিয়ার পাড়া গ্রামে জন্মানো মোহাম্মদ রিমন ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও এখন ভর্তি ফি জোগাড়ের...

নখের ওপর নজর দিন, আগাম রোগ শনাক্ত হতে পারে

নখ আমাদের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। নখে কিছু পরিবর্তন মারাত্মক স্বাস্থ্য সমস্যা প্রকাশের আগেই সংকেত দেয়। পুষ্টিবিদ ডা. রোহিনী পাতিল জানান, নখে সাদা...

গাইবান্ধায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নেতাকর্মীরা জুলুম-নির্যাতন সহ্য করেও দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে কোথাও পালিয়ে যাননি। যে দল দেশ ও দেশের...
spot_img