ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে শনিবার (২৪ জানুয়ারি) একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হন এবং অন্তত ৮ জন আহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী একটি বাস ও ভাঙ্গামুখী ইট বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে পড়লে ঘটনাস্থলেই হেলপার (৩২) নিহত হন। আহতদের মধ্যে অনেকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘দুর্ঘটনাটি মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটেছে। নিহত ব্যক্তি ট্রাকের হেলপারের আসনে ছিলেন, তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়েছে।’
সিএ/এএ


