পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) একটি আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে কুরেশি মোরের কাছে শান্তি কমিটির সদস্যের বাসভবনে হামলার সময় অন্তত ১০ জন আহত হন।
ডেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদা জানিয়েছেন, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানের সময় বিস্ফোরণটি ঘটে। হামলার সময় অতিথিরা ঢোলের তালে নাচছিলেন।
বিস্ফোরণের ফলে ঘরের ছাদ উড়ে যায়, যার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ডিপিও জানান, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। জেলা সদর দপ্তর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি বলেছেন, পাঁচজন নিহত এবং ১০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুল্যান্স, একটি দমকল বাহিনী এবং একটি দুর্যোগ মোকাবিলার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে।’
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদও রয়েছেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন। তিনি দায়ীদের সনাক্ত ও বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
প্রাদেশিক সরকার নিহতদের পরিবারকে শোক প্রকাশ করেছে এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি বলেছেন, ‘ডেরা বিস্ফোরণে আহতদের সকল সম্ভাব্য চিকিৎসা সহায়তা প্রদান করা উচিত।’
উল্লেখ্য, এই মাসের শুরুতেও সশস্ত্র হামলাকারীরা কেপির বান্নু জেলায় একটি শান্তি কমিটির চার সদস্যকে হত্যা করেছিল। ২০২৫ সালের নভেম্বরে কেপির বান্নু জেলায় একটি শান্তি কমিটির অফিসে হামলায় সাতজন নিহত হয়েছিল।
সিএ/এএ


