মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে নতুন একটি যৌথ উদ্যোগের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স জানিয়েছে, এই উদ্যোগে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশীদারিত্ব নিশ্চিত করা হয়েছে, যাতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমে আসে।
নতুন কোম্পানির নাম নির্ধারণ করা হয়েছে ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’। এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের প্রায় ২০ কোটির বেশি ব্যবহারকারীর ডেটা সুরক্ষা, তথ্য ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তা দেখভালের দায়িত্ব পালন করবে।
চুক্তি অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানের ৮০.১ শতাংশ মালিকানা থাকবে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে এবং বাইটড্যান্সের অংশ থাকবে ১৯.৯ শতাংশ। প্রধান বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ক্লাউড সেবা প্রদানকারী ওরাকল, প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক এমজিএক্স। প্রত্যেকেই উল্লেখযোগ্য অংশীদারিত্ব নিয়েছে বলে জানানো হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় টিকটকের অ্যালগরিদম সংক্রান্ত প্রযুক্তি যুক্তরাষ্ট্রেই প্রশিক্ষণ, পরীক্ষা ও হালনাগাদ করা হবে। এসব তথ্য ও প্রযুক্তি ওরাকলের মার্কিন ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকবে, যাতে ডেটা নিরাপত্তা আরও জোরদার করা যায়।
এর আগে ২০২০ সালে জাতীয় নিরাপত্তার যুক্তিতে টিকটক নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতার কারণে তা কার্যকর হয়নি। পরবর্তীতে ২০২৪ সালে বাইটড্যান্সকে মার্কিন কার্যক্রম বিক্রির নির্দেশ দেওয়া হলেও সেটিও বাস্তবায়িত হয়নি। নতুন এই যৌথ উদ্যোগকে টিকটকের ভবিষ্যৎ কার্যক্রম নিরাপদ ও স্থিতিশীল রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নতুন কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডাম প্রেসার এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উইল ফারেলকে। টিকটকের বর্তমান সিইও শাউ চ্যু বোর্ড সদস্য হিসেবে যুক্ত থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই এই চুক্তিতে সম্মতি দিয়েছে।
সিএ/এমআর


