যে দেশের টাকা লুটপাট করা হয়নি, সেই শক্তিই প্রকৃত অর্থে স্বাধীনতার পক্ষের শক্তি—এমন মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর বাজারে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, আমার পিতা আল্লামা সাঈদীর আমলে যত টাকার উন্নয়ন হয়েছে, তা বই আকারে ছাপিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। একমাত্র সৎ ও সাহসী ব্যক্তির পক্ষেই এটা সম্ভব। এই আসনে আল্লামা সাঈদীর আগে ও পরে অনেক এমপি-মন্ত্রী ছিলেন, কিন্তু কেউ এ ধরনের সাহস দেখাতে পারেননি। আল্লামা সাঈদী পেরেছেন। সুতরাং যে দেশের টাকা লুটপাট করে নাই, সেই হলো স্বাধীনতার পক্ষের শক্তি।
তিনি আরও বলেন, আমি আল্লামা সাঈদীর সন্তান, তার পবিত্র রক্ত আমার শরীরে। তিনি যেমন সরকারি কাজের বরাদ্দকৃত অর্থের হিসাব বই আকারে প্রকাশ করে জনগণের হাতে তুলে দিয়েছেন, আমিও তেমনি আপনাদের হাতে বই আকারে সবকিছু প্রকাশ করব, ইনশাআল্লাহ।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, এর আগে আমি আপনাদের একজন পরীক্ষিত জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যান ছিলাম। কেউ বলতে পারবে না যে আমি এক টাকার দুর্নীতি করেছি। বুকে হাত রেখে সৎ সাহস নিয়ে বলতে পারি, একটি টাকারও দুর্নীতি করি নাই। এখন আপনাদের নেতা নির্বাচনের সময় এসেছে। আমি নেতা নই, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারাই বিচার করবেন কে দুর্নীতিবাজ, কে চাঁদাবাজ, কে ভালো লোক আর কে প্রকৃত দেশপ্রেমিক।
তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গড়তে চাই, যেখানে দুর্নীতি থাকবে না, দেশের টাকা সঠিকভাবে ব্যয় হবে, নেতারা নিজেদের পকেট ভারী করবে না। জনগণের টাকা খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া সমান—এটাই আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, কেউ বলতে পারবে না জামায়াতে ইসলামের একজন কর্মীও কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস বা দুর্নীতির সঙ্গে জড়িত। তাই তিনি ভোটারদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির সভাপতি হাফেজ হাবিবুল্লাহ বেলালী, শ্রীরামকাঠী ইউনিয়নের সাবেক সভাপতি হাফেজ হারুন অর রশিদ এবং হিন্দু শাখার উপজেলা সভাপতি প্রভাষক প্রদীপ কুমার হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিএ/এএ


