রাজশাহী নগরীতে বালুবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। নিহতের নাম অনিক হোসেন (২২)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকার আবহাওয়া অফিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক হোসেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আনারুল ইসলামের ছেলে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে আবহাওয়া অফিস এলাকার দিক থেকে চৌদ্দপাইয়ের দিকে যাচ্ছিলেন অনিক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অনিককে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) এ নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়ালিফ হোসেন জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনিককে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এএ


