ঢাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট ০১ আসনের জাপা মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার নাম করে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে এই মামলা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, মশিউর রহমান রাঙ্গা সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে পনির উদ্দিন আহমেদকে নির্বাচনের সুযোগ তৈরি করে দেন। এর বিনিময়ে পনির উদ্দিনের কাছ থেকে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন তিনি। তদন্তে এই বিশাল অংকের টাকা লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় কমিশন মামলাটি করার সিদ্ধান্ত নেয়।
আইনি ধারা ও অভিযোগের প্রকৃতি
আসামিদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে দণ্ডবিধি ১৬১/১৬৫/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭: ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২: ৪(২) ও ৪(৩) ধারা।
মামলা দায়েরের পাশাপাশি মশিউর রহমান রাঙ্গার নামে অর্জিত সম্পদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তার নামে এরই মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব কমিশনে জমা দিতে হবে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার তদন্ত কাজ নিয়ম অনুযায়ী চলবে।
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
সিএ/জেএইচ


