নিয়মিত ব্যবহারে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে তেল-মসলার গন্ধ জমে যায়। বাজারচলতি কেমিক্যাল ক্লিনারের বদলে ঘরোয়া উপাদান ব্যবহার করাই নিরাপদ। লেবু এই ক্ষেত্রে কার্যকর সমাধান দিতে পারে।
একটি লেবু কেটে পানির সঙ্গে ওভেন-প্রুফ বাটিতে রেখে ২০–৩০ মিনিট গরম করলে বাষ্প ভেতরের দুর্গন্ধ দূর করে। ওভেন ঠান্ডা হলে কাপড় দিয়ে মুছে নিলে পরিষ্কার থাকে।
রাতভর কাটা লেবু ওভেনের ভেতরে রেখে দিলেও দুর্গন্ধ শোষিত হয়। অতিরিক্ত দাগ থাকলে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে।
সিএ/এমআর


