একুশ শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে ২০২৭ সালের ২ আগস্ট। ওই দিন দিনের বেলায় পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ের জন্য অস্বাভাবিক অন্ধকারে ঢেকে যাবে। সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাওয়ায় কয়েক মিনিটের জন্য দিন ও রাতের পার্থক্য বোঝা যাবে না।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল সর্বোচ্চ ছয় মিনিট পর্যন্ত অন্ধকারে থাকবে। এত দীর্ঘ সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাওয়াকে শতাব্দীর ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইউরোপের বড় অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ গ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে এটি দেখা যাবে না।
বহু বছর ধরেই বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় গ্রহণের সময়কাল, গতিপথ এবং কোন কোন অঞ্চল থেকে এটি দৃশ্যমান হবে—সবকিছুই এখন নির্ভুলভাবে নির্ধারণ করা হয়েছে।
পূর্ণ সূর্যগ্রহণের সরু পথটি শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর এটি অতিক্রম করবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সৌদি আরব। শেষ পর্যায়ে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে গিয়ে এর পূর্ণতা শেষ হবে। এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক জায়গায় দুপুরের সময় আকাশ এমনভাবে অন্ধকার হয়ে যাবে, যেন হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে।
চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার বেগে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে। মরুভূমি, নদীতীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ—সব জায়গা থেকেই মানুষ এই বিরল প্রাকৃতিক দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পাবে।
সিএ/এসএ


