লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার নির্বাচনী এলাকায় প্রচারণাকালে নির্ধারিত নিয়মের বাইরে জনসভা এবং শোডাউন করার অভিযোগে তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচারণার যে সীমাবদ্ধতা রয়েছে, প্রার্থী সেটি ভঙ্গ করে লোকসমাগম করেছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত প্রার্থী শিহাব আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের বক্তব্য অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদমাধ্যমকে জানান, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট-১ আসনে প্রার্থীদের মধ্যে প্রচারণা তুঙ্গে রয়েছে। মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
সিএ/জেএইচ


