Sunday, January 18, 2026
21 C
Dhaka

নিয়োগ জালিয়াতি কাণ্ডে বেরোবিতে দুদকের অভিযান

সাম্প্রতিক সময়ে বেশকিছু দপ্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও সনদপত্র জালিয়াতি কাণ্ডকে ঘিরে বেশ আলোচনা-সমালোচনা চলছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)। এরই সূত্র ধরে বিশ্ববিদ্যালয়টিতে এবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুরের দুদকের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতে দুদকের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে কথা বলেন। বৈঠক করেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদের সঙ্গেও।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ একাধিক দপ্তরে অভিযান চালান দুদকের কর্মকর্তারা। এ সময় নিয়োগসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

দুদক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে হওয়া কয়েকটি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতেই কমিশনের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।

এ বিষয়ে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপপরিচালক শাওন মিয়া বলেন,
জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে ইতোমধ্যে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমরা অবগত হয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই অভিযান। এতে জব্দ করা গুরুত্বপূর্ণ নথিপত্র যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশকিছু কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগে অনিয়ম এবং সনদপত্র জালিয়াতির তথ্য সামনে আসায় দুদক এই অভিযান চালিয়েছে। তাঁরাই প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে সনদপত্র জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয় কিছু গণমাধ্যমে। এদের মধ্যে স্নাতকোত্তরের সনদ জালিয়াতির সত্যতা পাওয়ায় ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর ১১৪তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোছা. ইরিনা নাহারকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু সালেহ মো. ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ), ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউসুফ আলী এবং জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারী পলাতক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমানের স্ত্রী ও একই বিভাগের সহকারী অধ্যাপক মোছা. আইরিন আক্তারের নিয়োগ জালিয়াতি নিয়েও ২০২৪ সালে তোলপাড়ের সৃষ্টি হয়। তাদের বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি তদন্ত কমিটির অনুসন্ধান চলমান থাকলেও, রবিবার তা নিয়ে অভিযান চালায়নি দুদক।

রুশাইদ আহমেদ, বেরোবি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে কভার ফটো সুবিধা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নতুন একটি প্রোফাইল...

শীতের দিনে ঘরে মায়াবী সুগন্ধ আর পরিচ্ছন্নতার সহজ পাঠ

শীতকালে ঘর পরিপাটি ও আরামদায়ক রাখতে নিয়মিত পরিচর্যার পাশাপাশি...

প্রস্তুত হচ্ছে আর্টেমিস-২, আগামী মাসে চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা

অর্ধ শতাব্দীরও বেশি সময় পর আবারও চাঁদে মনুষ্যবাহী মিশন...

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

অন্তর্বর্তী সরকারের প্রণীত ২৫ বছর মেয়াদি জ্বালানি ও বিদ্যুৎ...

চাষিদের পিঠা উৎসব—গ্রামবাংলার ঐতিহ্যে মিলনমেলা

পৌষের শেষ প্রহরে শীতের নরম রোদ যখন গ্রামবাংলার উঠানে...

সন্তানের মানসিক সুস্থতা নিশ্চিতে যা করতে পারেন, বলছে ইউনিসেফ

আজকের ব্যস্ত জীবনে পড়াশোনা, কাজ ও অতিরিক্ত কার্যক্রমে ছুটতে...

আঘাতে কাছে আসা, আঘাতেই প্রস্থান

সময়টা ২০২৩ সালের ১২ জুন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের...

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে এক তরুণীর গলাকাটা...

চ্যাটজিপিটি শিগগির বিজ্ঞাপন দেখাবে

ওপেনএআই জানিয়েছে, শিগগিরই চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কাছে তাঁদের আগ্রহ অনুসারে...

চীনে কানাডার প্রধানমন্ত্রী, শুল্কের গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার

চীনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন, কানাডা ও...

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে...

বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হাবিপ্রবির নেপালি শিক্ষার্থীরা

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়–সমুদ্র আর বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দেখে মুগ্ধ...

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী...
spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে কভার ফটো সুবিধা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নতুন একটি প্রোফাইল আপডেট আনতে যাচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। ফেসবুক ও লিংকডইনের আদলে এবার হোয়াটসঅ্যাপে যুক্ত...

শীতের দিনে ঘরে মায়াবী সুগন্ধ আর পরিচ্ছন্নতার সহজ পাঠ

শীতকালে ঘর পরিপাটি ও আরামদায়ক রাখতে নিয়মিত পরিচর্যার পাশাপাশি বাতাসের গুণমানও গুরুত্বপূর্ণ। ধুলা পরিষ্কার, আসবাব গোছানো কিংবা আলো-বাতাস চলাচলের ব্যবস্থা যেমন জরুরি, তেমনি ঘরের...

প্রস্তুত হচ্ছে আর্টেমিস-২, আগামী মাসে চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা

অর্ধ শতাব্দীরও বেশি সময় পর আবারও চাঁদে মনুষ্যবাহী মিশন চালাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই চাঁদের উদ্দেশে মহাকাশযান...

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

অন্তর্বর্তী সরকারের প্রণীত ২৫ বছর মেয়াদি জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে স্থগিত ও সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন বেসরকারি সংগঠন। তাদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া...
spot_img